ভোগের প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামবাসী - ভোগের প্রসাদ খেয়ে গ্রামবাসীরা অসুস্থ
ভোগ প্রসাদ খেয়ে অসুস্থ কমপক্ষে 40 জন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহে। স্থানীয় সূত্রে খবর গত 5 জানুয়ারি স্থানীয় মঠে ভোগ এবং প্রসাদ বিতরণ হয়। ভোগে খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস এবং বোঁদে বিতরণ করা হয় ভক্তদের। প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা।