গাছেই হোম কোয়ারানটিন ! - কোচবিহার
ভিন রাজ্য থেকে ফেরা মানুষদের জন্য জঙ্গলের ধারে গাছের ওপর মাচা বেঁধে হোম কোয়ারানটিনে থাকার ব্যবস্থা করলেন গ্রাম বাসীরাই। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ ফরেস্ট সংলগ্ন এলাকায় এই দৃশ্য দেখা গেল । এলাকার যারা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছিল তাদের অনেকেই বাড়ি ফিরেছে । লোকালয় থেকে একটু দূরে ফরেস্ট সংলগ্ন এলাকায় গাছের উপরে মাচা তৈরি করে সেখানে তাদের থাকার ব্য়বস্থা করল গ্রামবাসীরা । এলাকাবাসীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুলিশ ও ব্লক প্রশাসন ।