Price Hike: জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে অগ্নিমূল্য সবজি বাজার - পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং অতিবৃষ্টির জেরে অগ্নিমূল্য সবজির বাজার ৷ উত্তর 24 পরগনার ব্যারাকপুরের বাজারগুলিতে দেখা গেল সেই ছবি ৷ পেঁয়াজের দাম কোথাও 30 টাকা, তো কোথাও 50 টাকা ৷ শুধু বাজার নয়, পাইকারিতেও অনেক বেশি দামে সবজি কিনতে হচ্ছে বিক্রেতাদের ৷ বাজারগুলিতে ঘুরে বিক্রেতাদের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে, তাঁদের জবাব, পাইকারি বাজার থেকে অনেক বেশি দামে সবজি কিনতে হচ্ছে ৷ দাম বেশি হোক বা কম ব্যবসা চালানোর জন্য তাঁদের সবজি তুলতে হচ্ছেই ৷ কিন্তু, সেভাবে বেচাকেনা নেই বলে জানিয়েছে বিক্রেতারা ৷