পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টুমনি নদীর জলে ডুবল ভাসাপুল, ঝুঁকি নিয়ে চলছে পারাপার - durgapur

By

Published : Jul 30, 2021, 1:19 PM IST

বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে টুমনি নদীর জল বাড়ায় ডুবল ভাসাপুল । শুক্রবার সকালেই কাঁকসা ব্লকের শিবপুরের ভাসাপুল জলের তোড়ে ভেসে যায় ৷ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় যান চলাচল । এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরাও । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই এই ভাসাপুলটি ভেসে যায় ৷ অন্যদিকে টানা বৃষ্টির জেরে দুর্গাপুরের 13, 34, 20, 21 নম্বর ওয়ার্ডে জলবন্দি বহু মানুষ । দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোডে আজ ভোরে একটি বড় গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details