পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভূরি ভূরি অভিযোগে থমকে আপার প্রাইমারি, সমস্যা ঠিক কোথায় ?

By

Published : Oct 23, 2019, 12:05 AM IST

পরীক্ষা সারা। দীর্ঘমেয়াদি পথে, আইনি জটিলতার শিকলে থমকানোর পর কোনওমতে সারা ভেরিফিকেশন-ইন্টারভিউ। তবুও নিয়োগ সেই বিশ বাঁও জলেই। কারণ একই। দুর্নীতির অভিযোগ। স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করার পর ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে দপ্তরে। অভিযোগ, কোনও এক 'অদৃশ্য হাতের' কৌশলে বেড়ে গেছে অসফলদের টেটের নম্বর। প্রকৃত প্রার্থীরা নন। জায়গা পেয়েছেন, যাঁদের মেধাতালিকায় থাকার কথা নয় তাঁরা। তবে সব অভিযোগ কমিশনের তরফে অস্বীকার করা হয়েছে। যদিও সে দাবি উড়িয়ে অনেক প্রার্থী ফের কোমর বাঁধছেন আইনি লড়াই লড়তে। এই অবস্থায় আপার প্রাইমারির নিয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হলেন আইনজীবী ফিরদৌস শামিম । দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details