পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বালুরঘাট পৌরভোট, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলের দুর্নীতি হাতিয়ার; দাবি BJP-র - triumph card of BJP is corruption of TMC over pradhan mantri awas yojana

By

Published : Feb 26, 2020, 11:50 PM IST

আসন্ন বালুরঘাট পৌরসভা নির্বাচনে বিদায়ি তৃণমূল বোর্ডের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দুর্নীতির অভিযোগকে প্রধান হাতিয়ার করবে BJP ৷ বুধবার কার্যত সেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । আজ দুপুরে বালুরঘাট পৌরসভার বিদায়ী তৃণমূল বোর্ড প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাদের কাদের ঘর দিয়েছে সেই নামের তালিকা প্রকাশের জন্য পৌর প্রশাসক তথা সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয়। SDO-র সঙ্গে দেখা করে পুরো নামের তালিকা দেখতে চান সাংসদ । দ্রুত নামের তালিকা প্রকাশ না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সুকান্ত বাবু সাফ জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details