KMC Election 2021 : চাঞ্চল্যকর অভিযোগ, ভোটের আগের দিন বিকেলে ঢেকে দেওয়া হল সিসিটিভি ক্যামেরা - CCTV camera news
একুশের কলকাতা পৌরভোটে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক ৷ স্বয়ং আদালত এই নির্দেশ দিয়েছে ৷ যদিও কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে গেরুয়া শিবির আদালতে গেলেও কলকাতা হাইকোর্ট পৌর ভোটের দায়িত্ব দিয়েছে রাজ্য পুলিশের কাঁধে ৷ অথচ ভোটের আগের দিন চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বুথের সিসিটিভি ক্য়ামেরায় ৷ সিসিটিভি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, কেউ বা কারা 36 নং ওয়ার্ডের বুথের ক্যামেরাগুলি ঢেকে দিচ্ছে (Unknown persons allegedly covers CCTV camera at 36 no ward in KMC Election 2021) ৷