Tetultala Jagadhatri Puja : শাড়ি পরে পুরুষদের বরণ, 229 বছরের তেঁতুলতলার পুজোয় উপচে পড়ছে ভিড়
কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে তাঁর দেওয়ান দাতারাম সুর দুই বিধবা কন্যাকে নিয়ে গৌরহাটিতে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন ৷ প্রথমে পারিবারিক পুজো থাকলেও পরে কালের নিয়মে তা বারোয়ারি পুজোয় পরিণত হয় ৷ তৎকালীন সময়ে ভদ্রেশ্বরের গৌরহাটির এই এলাকাটি জঙ্গলাকীর্ণ ও ইংরেজদের ছাউনি থাকায় মহিলারা নিরাপত্তার অভাবে বাইরে বেরোতেন না ৷ তাঁরা অন্দরমহলেই থাকতেন ৷ কিন্তু মায়ের বরণ তো আর আটকে থাকতে পারে না ৷ তাই তখন থেকে পুরুষরাই বাড়ির মেয়েদের মতো শাড়ি পরে মাকে বরণ করা শুরু করেন ৷ সেই থেকেই আজ 229 বছরেও পুরুষদের বরণের এই রীতি চলে আসছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারিতে ৷ শুধুমাত্র পুুরুষদের এই বরণ দেখতেই এখনও বহু দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান এই পুজোয় ৷