'রাজ্য সরকারের উদাসীনতা এবং ভুলের জন্য পাহাড়ের পর্যটন পিছিয়ে' অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর - রাজ্য সরকারের উদাসীনতায় পাহাড়ের পর্যটন পিছিয়ে
"রাজ্য সরকারের উদাসীনতা, ভুল নীতি, উপেক্ষার ফলেই পিছিয়ে রয়েছে দার্জিলিঙয়ের পর্যটন শিল্প।" শনিবার রাতে দার্জিলিঙে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এদিন বিকেলে পাহাড়ের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত গাড়ি চালক, ব্যবসায়ী, স্টেক হোল্ডার, হোটেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী।
TAGGED:
PRAHLAD PATEL ON STATE GOVT