School Reopen issue in Gangasagar : যশের ধাক্কায় লন্ডভন্ড স্কুল, বামনখালি উচ্চ বিদ্য়ালয়ে ক্লাস চালু নিয়ে অনিশ্চয়তা - বামনখালি এমপিপি উচ্চ বিদ্যালয়
সরকারি নির্দেশ অনুযায়ী 3 ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল ৷ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু হবে পঠন-পাঠন ৷ পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কাছে এটা স্বস্তির খবর হলেও গঙ্গাসাগরের বামনখালি এমপিপি উচ্চ বিদ্যালয়ের ছবিটা অন্য (Bamankhali MPP High School) ৷ যশ ঘূর্ণিঝড়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল চত্বর তাতে রীতিমতো চিন্তায় স্কুল কর্তৃপক্ষ (Gangasagar News) ৷ কারণ ভেঙে পড়েছে দেওয়াল, উড়ে গিয়েছে ছাদ ৷ তাই ভাঙাচোরা স্কুলে কীভাবে হবে ক্লাস, তা নিয়ে চিন্তায় শিক্ষকরা ৷ বারবার বলা সত্ত্বেও স্কুলের এই পরিস্থিতির বদল হয়নি ৷ স্কুলের ভগ্নদশা দেখে মন খারাপ পড়ুয়াদের ৷ স্কুল খোলার খবরে যেখানে রাজ্যজুড়ে পড়ুয়ারা আনন্দে সামিল, সেখানে স্কুলে ফেরা নিয়ে ধন্দে রয়েছে বামনখালি স্কুলের পড়ুয়ারা ৷