ট্রেন বন্ধ, নদিয়ায় বাসস্ট্যান্ডগুলিতে লাগামছাড়া ভিড় - corona
লোকাল ট্রেন বন্ধ হওয়ায় দুর্ভোগ যাত্রীদের । করোনা বিধি শিকেয় তুলে প্রতিটি বাসস্ট্যান্ডে লাগামছাড়া ভিড় । নদিয়ায় বৃহস্পতিবার বিভিন্ন বাসস্ট্যান্ডের ছবিটা অনেকটা উদ্বেগজনক । করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে সংকটে পড়েছে জনজীবন। রাজ্যে ইতিমধ্যে চলছে সেমি লকডাউন । তার মধ্যে নবান্নের ঘোষণা লোকাল ট্রেন বন্ধের । তার মধ্যেই নদিয়া জেলাজুড়ে এই ছবি ৷