উলেন রায় বিজেপি কর্মী ছিলেন না, দাবি তৃণমূল বিধায়কের - রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়
উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায় বিজেপি কর্মী নয় । সে সারাদিন মদ খেয়ে থাকত। হয়ত তাকে সেই ভাবেই নিয়ে যাওয়া হয়েছিল। এদিন সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ জানালেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, আমি যতদূর জানি উলেন রায় বিজেপি কর্মী নয় । আমি যা শুনেছি ও সারাদিন মাল খেয়ে থাকত। আমার বিশ্বাস, বাইরে থেকে আসা বিজেপির গুন্ডাদের গুলিতেই হয়ত তার মৃত্যু হয়েছে ৷ পুলিশের তদন্তে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।