একটা চোখ উপড়ে নিলে একশোটা চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি উদয়নের - বিধায়ক উদয়ন গুহ
দলীয় সভা থেকে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষ । উদয়ন গুহ বলেন,"ওরা একটা চোখ উপড়ে নিলে আমরা একশোটা চোখ উপড়ে নেব । একটা হাত ভাঙলে একশোটা হাত ভেঙে দেব ।" পাশাপাশি, বাড়িতে বাঁশের লাঠি রাখার জন্য কর্মীদের নিদান দেন রবীন্দ্রনাথ ঘোষ।