পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আরামবাগের রাইস মিলের ব্রয়লার ফেটে আহত দুই শ্রমিক - হুগলির খবর

By

Published : Nov 21, 2020, 8:51 PM IST

আরামবাগের জয়রামপুর এলাকায় রাইস মিলের ব্রয়লার ফেটে গিয়ে মারাত্মক জখম দুই শ্রমিক । আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শ্রমিককে ভরতি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে । স্থানীয়রা জানিয়েছে হঠাৎ করে বিকট শব্দে রাইস মিলের ব্রয়লার ফাটে এবং তা ছিটকে পরে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের ওপর । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে আরামবাগ থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details