পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Trinamool Congress : কুলটিতে তৃণমূলের মিছিলে দুই মহিলার চুলোচুলি - two woman started fighting during a rally of aitc at kulti

By

Published : Sep 3, 2021, 7:59 PM IST

তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল চলাকালীন দুই মহিলা সমর্থকের মধ্যে চুলোচুলির ঘটনা ঘটল । আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে কুলটিতে ৷ সেখানে লছিপুর গেট থেকে নিয়ামতপুর পর্যন্ত জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করে তৃণমূল । জিটি রোড দিয়ে মিছিল চলাকালীন দুই মহিলা প্রথমে বচসায় জড়িয়ে পড়েন । তারপর দু’জনের চুলোচুলি বেঁধে যায় । মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পুর্ণেন্দু রায়ও । তিনি বলেন, "ও এমন কিছু নয়৷ পায়ে পায়ে লেগে গিয়েছিল তাই । ওঁদের ব্যক্তিগত কারণেই এই অশান্তি ।"

ABOUT THE AUTHOR

...view details