পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ডাক্তার হতে চায় বাঁকুড়ার গৌরব ও অর্পণ - বড়জোড়া উচ্চ বিদ্যালয়

By

Published : Jul 17, 2020, 9:29 PM IST

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জয়জয়কার বাঁকুড়া জেলার । 499 পেয়ে নজির গড়ল বাঁকুড়ার দুই ছাত্র । বাঁকুড়া জেলার বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র গৌরব মন্ডল এবার উচ্চ মাধ্যমিকে 499 পেয়েছে । ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন গৌরবের । বাবা একজন অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী । গৌরব মাধ্যমিক পরীক্ষাতেও দশম স্থান অধিকার করেছিল । অন্যদিকে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয় এর ছাত্র অর্পণ মন্ডল 499 পেয়েছে । অর্পণও ভবিষ্যতে ডাক্তার হতে চায় । অর্পনের বাবা শিক্ষকতা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details