কোরোনা জয় আরও 2 পুলিশকর্মীর, করতালি ও পুষ্পবৃষ্টিতে বরণ - coronavirus
কোরোনা মোকোবিলায় লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছে কলকাতা পুলিশ । একদিকে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করা ও প্রয়োজনে তাদের গ্রেপ্তারও করতে হচ্ছে । প্রতিটি গাড়ির পরীক্ষা করা এমনকী প্রকাশ্য রাস্তায় যারা থুতু ফেলছেন তাদের চিহ্নিতকরণও করতে হচ্ছে পুলিশকে । এছাড়া লকডাউনে নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া। দরিদ্র মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া, এমনকী কোরোনা নিয়ে মানুষকে সতর্ক করতেও পুলিশকে দেখা গেছে বহুবার । পুলিশের এই সক্রিয়তা প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর । কিন্তু এরই মাঝে কোরোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের 17 জন কর্মী ৷ তাদের মধ্যে কয়েকজন সুস্থ হয়েছেন ৷ সুস্থ হয়েছেন গার্ডেনরিচ থানার ওসি, প্রগতি ময়দান থানার ওসি সহ কয়েকজন পুলিশকর্মী। এবার সুস্থ হলেন বউ বাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তী, জোড়াবাগান থানার সাব-ইন্সপেক্টর রাজকুমার মন্ডল ৷ আজ এই দু’জনকে পুষ্পবৃষ্টি এবং করতালিতে বরণ করে নেন অন্য পুলিশকর্মীরা । কোরোনার বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে মনোবল বাড়াবে পুলিশের ৷
Last Updated : May 16, 2020, 10:54 PM IST