পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা পরিদর্শনে কলকাতা হাইকোর্টের দুই সদস্যের প্রতিনিধিদল - গঙ্গাসাগর মেলা পরিদর্শনে কলকাতা হাইকোর্টের দুই সদস্যের প্রতিনিধিদল

By

Published : Jan 12, 2022, 11:06 PM IST

গঙ্গাসাগর মেলা করতে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Gangasagar Mela)। বুধবার গঙ্গাসাগর মেলার খুঁটিনাটি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসেন কলকাতা হাইকোর্টের দুই সদস্যের প্রতিনিধি দল। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য কী ব্যবস্থা রাখা হয়েছে সেইসব বিষয় খতিয়ে দেখেন ৷ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজু মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের দুই সদস্যের প্রতিনিধি দল প্রথমে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে করোনার চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখেন ৷ পরে তারা যান কপিলমুনির আশ্রমে ৷ পুণ্যার্থীরা কতটা জেলা প্রশাসনের স্বাস্থ্যবিধি মেনে চলছে তা খতিয়ে দেখেন ৷ এরপর যান সমুদ্রসৈকতে ৷ বেশ কয়েক ঘণ্টা নজরদারি চালান সেখানে ৷ এরপর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details