BJP-তে যোগ দিলেন দুই প্রাক্তন বিধায়ক - BJP-তে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
BJP-তে যোগ দিলেন দুই প্রাক্তন বিধায়ক । একজন পূর্ব মেদিনীপুরের রামনগরের প্রাক্তন CPI(M) বিধায়ক স্বদেশরঞ্জন নায়েক ও আর একজন মালদার গাজলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীলচন্দ্র রায় । আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।