সীমান্তে 80 হাজার মার্কিন ডলার সহ গ্রেপ্তার দুই বাংলাদেশি - two bangladeshis arrested
জুতোর ভিতরে লুকোনো আশি হাজার মার্কিন ডলার৷ কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দু'জন ৷ শুল্ক দপ্তরের কর্তাদের হাতে ধরা পড়ে যায় ৷ দু'জনেরই জেল হেপাজত হয়েছে ৷