ক্লাসরুমে ছাত্র, তালা দিয়ে চলে গেলেন শিক্ষক - হেমতাবাদ ব্লকের বাহারাইল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়
ছাত্র রয়ে গেল ক্লাসরুমে । শিক্ষক চলে গেলেন তালা লাগিয়ে । অনেক ডাকাডাকির পরেও শিক্ষক সাড়া না দিলে জানালা খুলে আশপাশের লোককে ডাকে ক্লাস ফোরের ছাত্রটি । তার কান্নার আওয়াজ পেয়ে আসে স্থানীয় লোকজন । তালা ভেঙে বার করে মাসুদ মহম্মদ নামে ওই পড়ুয়াকে । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাহারাইল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ।