লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ - ট্রাক ও লরির ধাক্কা
লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ । মৃত এক পিকআপ ভ্যান চালক । হাওড়ার আন্দুলের ঘটনা ৷ মৃত সাঁকরাইল থানার পুলিশ লরিটি আটক করলেও চালক পলাতক । পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাওড়াগামী একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে । ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় । গাড়ির স্টিয়ারিয়ে আটকে পড়ে চালক । স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ঘটনাস্থানে আসেন । আহত চালক আহাদ আলি মিদ্দে( ২৭ )কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।