যশোর রোডে খড় বোঝাই ট্রাকে আগুন - আগুন
যশোর রোডে খড় বোঝাই ট্রাকে আগুন । গতকাল মধ্যমগ্রামের বিটি কলেজ মোড়ে ঘটনাটি ঘটে । প্রথমে স্থানীয়দের চেষ্টায় পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে । তা সম্ভব না হওয়ায় পরে দমকলে খবর দেওয়া হয় । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । দমকল কর্মীদের প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনায় লক্ষাধিক টাকার খড় পুড়ে নষ্ট হয়ে যায় । যদিও কোনওরকমে প্রাণে বেঁচে যান ট্রাক চালক । ঘটনার জেরে যশোর রোডে যানজটের সৃষ্টি হয়েছিল । পরে, মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।