পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আইএসএফ - ARABUL ISHLAM

By

Published : May 6, 2021, 2:15 PM IST

রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যহত ৷ নিত্যদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিলছে অশান্তির খবর ৷ এবার রাজনৈতিক উত্তেজনা ছড়াল ভাঙড়ে ৷ এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ৷ ভাঙড়ের জয়পুরের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘটনার খবর পেয়ে সেখানে যান আরাবুল ইসলাম সহ রেজাউল করিম ৷ দলীয় কর্মীদের সঙ্গে তাঁরা কথা বলেন ৷ যে কোনও পরিস্থিতিতে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ৷ কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details