পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শুভেন্দু-মুকুলকে গ্রেপ্তার করলেই চিটফান্ডের তদন্ত এগোবে : কুণাল - চিটফান্ড

By

Published : Jan 30, 2021, 11:01 PM IST

শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের কাছে ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থা সারদা ও অ্যালকেমিস্টের সমস্ত খবর আছে । মুকুল রায়কে কলার ধরে জেলের মধ্যে রাখলে তবেই চিটফান্ডের তদন্ত এগোবে । আমি অমিত শাহকে চিঠি দিয়েছি । সিবিআই ডিরেক্টরকেও চিঠি দিয়েছি। তারা যেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে । গত সপ্তাহ খানেক আগে শোভন ও বৈশাখির সভার পর শনিবার দুপুরে রায়দিঘির গুণসিন্ধু বালিকা বিদ্যাপীঠের মাঠে তৃণমূলের পালটা সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details