কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ - অসিত মজুমদার
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ধর্মঘটে সামিল একাধিক কৃষক সংগঠন । একই দাবিতে অবস্থান-বিক্ষোভ তৃণমূলেরও । চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ি মোরে অবস্থান-বিক্ষোভ করে তারা। পোলবার হারিটে তপন দাশগুপ্ত ও ধনিয়াখালিতে অসীম পাত্রের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। অসিত মজুমদার বলেন," বিজেপি সরকার কৃষি আইন পাশ করে কৃষকদের পরাধীন করার ব্যবস্থা করছে। এই চুক্তি বহুজাতিক সংস্থার সঙ্গে হবে ৷ ওই আইনে কৃষকদের আদালতে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়নি । চাল, ডাল, আলু, তেলকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । যার ফলে প্রতিদিন দাম বাড়ছে জিনিসপত্রের । গ্যাসের দাম বেড়েছে এবং সরকারি সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই আমরা বিক্ষোভে সামিল হয়েছি। "