পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"তৃণমূল আর পার্টি নেই, তাঁর প্রপার্টি হয়ে গেছে" মমতাকে কটাক্ষ দিলীপের

By

Published : Nov 24, 2020, 10:05 PM IST

বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর প্রসঙ্গে BJP নেতা দিলীপ ঘোষ বলেন,অমিত শাহ গেছিলেন বলে তাঁকে যেতে হল । তিনি ভয় পেয়েছেন । বাঁকুড়ার লোক বলে দিয়েছে কী চায় । তৃণমূল আর পার্টি নেই, তাঁর প্রপার্টি হয়ে গেছে । তাই সবাই ওখান থেকে পালিয়ে আসতে চাইছেন ।"

ABOUT THE AUTHOR

...view details