"সিদ্দিকী, খানরা তৃণমূলের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে", কটাক্ষ লকেটের - আব্বাস সিদ্দিকী আসাদউদ্দিন ওয়েইসি বৈঠক
গতকালই ফুরফুরা শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি । সেই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এতদিন তৃণমূল ওয়েইসি, কুরেশি, সিদ্দিকী, খান সবাইকে পকেটে নিয়ে ঘুরছিল । এখন তারা পকেট থেকে বেরিয়ে যাচ্ছে । (তৃণমূল) ভেবেছিল এই 30 শতাংশ ভোট দিয়ে তারা সরকার তৈরি করবে । মাথাব্যাথা সেই জন্য তাদের । ভারতীয় জনতা পার্টির কোনও মাথাব্যাথা নেই । আগামী দিনে কোনও ওয়েইসি, কোনও কুরেশি, কোনও খান, সরকার গড়বে না, সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। " কোনও দল যদি বিজেপির সঙ্গে সমঝোতায় এসে ভোটে লড়তে চায় তাতেও আপত্তি নেই বলে জানিয়ে দেন বিজেপি সাংসদ ।