পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তৃণমূল এখন পিসি-ভাইপোর দল : সেলিম - তৃণমূল কংগ্রেস

By

Published : Nov 12, 2020, 4:37 PM IST

" তৃণমূল কংগ্রেস দলটা এখন পিসি-ভাইপোর দল ৷ এই দল মানুষের দল নয়, ঐক্যের দল নয়। তাই তৃণমূলের নেতারা দলের মধ্যেই বিদ্রোহ করছেন ৷ " সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেস দলে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো নেতা দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর প্রসঙ্গে এই মন্তব্য করলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা CPI(M) পলিটবিওরোর সদস্য মহম্মদ সেলিম। রায়গঞ্জে দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। CPI(M)- এর কেন্দ্রীয় নেতা মহম্মদ সেলিম বলেন, একটা দল দলের নেতানেত্রীরা একভাবে চলে আর পিসি-ভাইপো আর একভাবে চলছেন। তিনি বলেন," একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে মা বলে ডেকেছিলেন ভারতী ঘোষ ৷ আর এখন সেই মাকেই মা-মাসি সম্বোধন করে গালাগাল দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস দলে কোনও গণতন্ত্র নেই, শৃঙ্খলা নেই।" আমফান বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেন সেলিম ৷ তিনি বলেন, "আমফানে পাঁচতলা বিল্ডিংয়ের মালিক ক্ষতিপূরণের টাকা পেয়েছে আর প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস দলে পিসি আর ভাইপোই সব। তাই এখন সেই দলের নেতা মন্ত্রীরা বিদ্রোহ করছে। CPI(M) দলে এধরনের ঘটনার কোনও জায়গা নেই। আমাদের দলে নির্দিষ্ট গঠনতন্ত্র আছে শৃঙ্খলা আছে।"

ABOUT THE AUTHOR

...view details