পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সমাজবিরোধী আর পুলিশের মেলবন্ধনে চলছে রাজ্যের সরকার : সায়ন্তন - সরকারটা সমাজবিরোধী আর পুলিশের মেলবন্ধনে চলছে

By

Published : Dec 12, 2020, 9:58 PM IST

"রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে সমাজবিরোধী আর পুলিশের মেলবন্ধনে । পশ্চিমবঙ্গে কমপ্লিট ব্রেকডাউন ল অ্যান্ড অর্ডার ।" উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, এরাজ্যে এখন প্রতিদিন আইনশৃঙ্খলার অবনতি ঘটে চলেছে। তৃণমূল দলটা একটা ডাকাতের দল। রাজ্যে আরও অনেক মৃত্যু হবে। সায়ন্তন বসুর আশঙ্কা, তিনিও বেঁচে থাকবেন কি না বলতে পারছেন না। তবে আগামী নির্বাচনে বাংলার মানুষের গণতান্ত্রিক চেতনা ফিরবে।

ABOUT THE AUTHOR

...view details