"দুয়ারে সরকার" কর্মসূচির পালটা "গৃহ সম্পর্ক অভিযান" বিজেপির
তৃণমূল কংগ্রেস পালটা রাজ্য বিজেপি ৷ "দুয়ারে সরকার" কর্মসূচির পালটা "গৃহ সম্পর্ক অভিযান" কর্মসূচি গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি । 3 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বুথে "গৃহ সম্পর্ক অভিযান" চলবে বলে জানিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি।