KMC Election 2021 : সিপিআইএমের মহিলা এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
বেলেঘাটা 33 নম্বর ওয়ার্ডের (KMC Election 2021) সিপিআইএম প্রার্থী মণীষা বিশ্বাসের এজেন্ট মহিলা কর্মীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় সিপিআইএম প্রার্থী মণীষা বিশ্বাস জানান, ছাপ্পা ভোট দিতে বাধা দেওয়াতেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল । বর্তমানে আহত ওই এজেন্ট হাসপাতালে ভর্তি ৷