বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; মৎস্যজীবীদের উদ্ধার - fbtua
আবারও ট্রলার ডুবি বঙ্গোসাগরে। গতকাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশ জল সীমান্তের কাছে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে ডুবে যায় "এফবি তুয়া" নামের ট্রলারটি । নিম্নচাপের জেরে উত্তাল ঢেউয়ে ট্রলারের তলা ফেটে যায়। বিপদ সংকেত বাজিয়ে দেওয়ার, সঙ্গে সঙ্গে আশেপাশের মৎস্যজীবীরা সাহায্যের জন্য এগিয়ে আসে । অনেক চেষ্টা করে ওই ট্রলারের মধ্যে থাকা 16 জন মৎসজীবীকে তারা উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে ৷ মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধানে রওনা দিয়েছে বেশ কয়েকটি ট্রলার ৷