পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গড়াল না মুন্নি বাইয়ের রথের চাকা - কোরোনা আতঙ্কে বন্ধ পুরুলিয়ার রথ

By

Published : Jun 23, 2020, 5:09 PM IST

কোরোনা পরিস্থিতিতে প্রথমবার থমকে গেল পুরুলিয়ার ঐতিহ্যবাহী রথের চাকা l প্রশাসনের নির্দেশে পুরুলিয়া শহরের রথকমিটি প্রায় 150 বছরের পুরোনো মুন্নি বাইয়ের রথ নামল না রাস্তায় l তবে প্রথা ও রীতি মেনে পুরুলিয়া শহরের চকবাজারের রাধাগোবিন্দ মন্দিরে সুভদ্রা, বলরামকে নিয়ে জগন্নাথদেবের পুজো করেন ভক্তরা l সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক পরে পুজো করেন তাঁরা l মন্দিরে প্রবেশের আগে ভক্তদের হাত স্যানিটাইজ করানো হয় l

ABOUT THE AUTHOR

...view details