পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বনধের সমর্থনে ট্রাক্টর মিছিল আসানসোলে - শিখ সম্প্রদায়

By

Published : Dec 8, 2020, 8:42 AM IST

কৃষক সংগঠনের ডাকা ভারত বনধকে সমর্থন করে ট্রাক্টর মিছিল শিখ সম্প্রদায়ের। আজ বিভিন্ন গুরুদ্বার প্রবন্ধক কমিটি এবং বিভিন্ন শিখ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আসানসোল শহরে মিছিল করা হয় । বাইক, ট্রাক্টর, পদযাত্রা করে মিছিল করেন শিখ প্রতিনিধিরা । বার্নপুর রোড হয়ে, জেলাশাসকের দপ্তর পর্যন্ত যায় এই মিছিল ৷

ABOUT THE AUTHOR

...view details