Tourists stranded due to Heavy Snowfall : তুষারপাতের জেরে ছাঙ্গু লেকে আটকে প্রায় ১২০০ পর্যটক, উদ্ধারে নামল সেনা - Heavy Snowfall in Sikkim
সিকিমের ছাঙ্গু লেকে বেড়াতে গিয়ে তুষারপাতে আটকে পড়লেন প্রায় 1200 পর্যটক (1200 tourists stuck due to snowfall)। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত টানা তুষারপাত হয় ছাঙ্গু-সহ উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে । আর তার ফলে সেখানে আটকে পড়ে প্রায় দু‘শোরও বেশি পর্যটক বোঝাই গাড়ি ৷ খবর অনুযায়ী, বিপুল তুষারপাতের কারণে ছোটখাট দুর্ঘটনার কবলেও পড়েছে বেশ কিছু গাড়ি ৷ ইতিমধ্যেই আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে কাজে নেমে পড়েছে সেনাবাহিনী ৷ আটকে পড়া পর্যটকদের মধ্যে সিংহভাগই বাঙালী ৷ তবে সেনাবাহিনীর তৎপরতায় বড় কোনও বিপদ ঘটার আগেই তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে ৷ পর্যটকদের থাকা, খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে সেনার তরফেই ৷