First Sunrise of The Year in Digha : বছরের প্রথম সূর্যোদয়, সাক্ষী থাকতে ভিড় দিঘার সৈমুদ্র সৈকতে - নতুন বছরে প্রথম সূর্যোদয় দিঘায়
একুশ পেরিয়ে বাইশে পা ৷ নতুন বছরের প্রথম সূর্যোদয় ৷ আর তা দেখতে দিঘায় ভিড় জমিয়েছেন উৎসুক পর্যটকরা ৷ সারা বছর ধরে কোভিড আতঙ্কে দিন কেটেছে রাজ্য তথা দেশবাসীর ৷ এখনও তা পিছু ছাড়েনি ৷ বরং ফের ঊর্ধ্বমুখী দেশে ও রাজ্যের সংক্রমণ ৷ সঙ্গে দোসর ওমিক্রন ৷ তাও আশার আলো হাতছাড়া করেননি সমুদ্রে আসা মানুষ ৷ (Tourists enjoy new year sunrise in Digha)
Last Updated : Jan 1, 2022, 9:54 AM IST