পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোরোনা পরিস্থিতির মাঝেই বড়দিনে দিঘায় পর্যটকের ভিড় - দিঘা

By

Published : Dec 25, 2020, 3:16 PM IST

কোরোনা পরিস্থিতির মাঝেই বড়দিনে দিঘায় ভিড় পর্যটকদের ৷ দিঘাকে দেখা গেল পুরোনো মেজাজে ৷ সমুদ্রের ধারে পিকনিকে মেতে উঠতে দেকা গেল অনেককে । চলছে রান্নাবান্না । বৃহস্পতিবার রাত থেকেই পর্যটকরা আসতে শুরু করে দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুরের মতো সমুদ্রসৈকতগুলিতে ৷ তবে অন্য বছরের তুলনায় ভিড় কম । ভিড় সামাল দিতে পুলিশ প্রশাসন তৎপর । দিঘায় আসা নদিয়ার করিমপুরের বাসিন্দা বান্টি প্রামাণিক বলেন, "দিঘা বদলেছে । পরিবারের সবাইকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে এসেছি ।" অমরাবতী পার্কের এক কর্মী কালিপদ মাইতি বলেন, "কোরোনার জন্য অন্য বছরের তুলনায় ভিড় কম রয়েছে । তবে বিকেলের দিকে ভিড় বাড়তে পারে ।"

ABOUT THE AUTHOR

...view details