পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Covid effect on Jhargram Tourism : ফের বিপর্যয়ের মুখে ঝাড়গ্রামের পর্যটন শিল্প - Tourism Industry of Jhargram will face a big collapse

By

Published : Jan 3, 2022, 3:59 PM IST

ফের বিপর্যয়ের মুখে পড়তে চলেছেন ঝাড়গ্রামের পর্যটন ব্যবসায়ীরা (Tourism Industry of Jhargram will face a big collapse)। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গেই ফের একবার পর্যটনকেন্দ্রগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ নতুন বিধিনিষেধ অনুযায়ী, আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রতিটি পর্যটনস্থল । প্রতি বছর শীতের মরশুমে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিন মাসে বহু পর্যটক বেড়াতে আসেন ঝাড়গ্রামে । পর্যটনের উপর নির্ভর করেই সরকারি এবং বেসরকারি উদ্যোগে ঝাড়গ্রামে তৈরি হয়েছে বহু হোটেল, লজ , গেস্টহাউস এবং হোম স্টে । নতুন বছর পড়ার আগে থেকেই এবার পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত । কিন্তু ফের একবার সরকারি বিধিনিষেধের জেরে ধাক্কা খেতে চলেছে পর্যটন শিল্প ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details