পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বর্ধমানের পালশিটে টোল প্লাজ়ার কর্মীদের মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে - Toll plaza workers beaten in burdwan, accused BJP

By

Published : Oct 8, 2020, 7:07 PM IST

নবান্ন অভিযান থেকে ফেরার পথে টোল প্লাজ়ার কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল BJP কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ বর্ধমানের পালশিটের ঘটনা ৷ টোল প্লাজ়ার এক কর্মী জখম হয়েছেন ৷ আজ সকালে নবান্ন অভিযানে যাওয়ার পথে BJP কর্মীদের টোল প্লাজ়ায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে টোল কর্তৃপক্ষ ৷ তারপরই এই হামলা চালানো হয় বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details