শিলিগুড়ি জীবাণুমুক্ত করতে ময়দানে পৌরনিগম ও দমকল
শিলিগুড়ি জীবাণু মুক্ত করতে পদক্ষেপ পৌরনিগম ও দমকলের । আজ মেয়র অশোক ভট্টাচার্য জানান, ‘‘পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি রাস্তাঘাট এভাবে ধুইয়ে দেওয়া হবে । শহর পরিষ্কার রাখতে আরও ফগিং মেশিন কেনা হচ্ছে । শুরু হচ্ছে স্প্রে । রাস্তা ধুইয়ে দিতে পৌরনিগম ও দমকল কর্মীরা যৌথভাবে কাজ করছেন । প্রতিটি রাস্তা রাসায়নিক দিয়ে ধুইয়ে দেওয়া হবে । গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে এভাবে জীবাণু মুক্ত করা হবে ।’’