প্রতিমা শুকোতে ভরসা আগুন - দুর্গাপ্রতিমা শুকোতে এখন আগুনই শেষ ভরসা
আগুনই শেষ ভরসা । মহালয়ার আর মাত্র কয়েকঘণ্টা বাকি ৷ তার আগে এই সুর শোনা যাচ্ছে জেলার মৃৎশিল্পীদের গলায় । ক্যামেরায় ধরা পড়েছে আগুন দিয়ে প্রতিমা শুকোনোর ছবি ও ভিডিয়ো । কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে ৷ সে কারণে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা খরচ করে আগুন দিয়ে মাটি শুকানোর কাজ শুরু করছেন শিল্পীরা ৷ দেখুন ভিডিয়ো...