দশটা বাজতেই নিয়মবিধি কার্যকর করতে রাস্তায় নামল বনগাঁ পুলিশ - প্রায় লকডাউন
আজ থেকে রাজ্যে প্রায় লকডাউন শুরু হয়েছে ৷ আর সকাল 10টা বাজতেই সেই লকডাউন কার্যকর করতে রাস্তায় নামল পুলিশ প্রশাসন। উত্তর 24 পরগনার বনগাঁর বাজার ও দোকানগুলি বন্ধ করায় পুলিশ ৷ সেই সঙ্গে বনগাঁর প্রতিটি রাস্তায় চলছে নাকা চেকিং । উপযুক্ত কারণ ছাড়া রাস্তায় বেরলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি ।