পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের - nadia
পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হয়েছে । এবার ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে কৃষ্ণনগরে অভিনব বিক্ষোভে নামল তৃণমূল ছাত্র পরিষদ। কৃষ্ণনগর সদরের মোড়ে একটি পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখায় তারা । উল্লেখ্য, এই প্রথম বাংলায় পেট্রল সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও আকাশছোঁয়া। এর আগেও পেট্রল এবং ডিজেলের অগ্নিমূল্যের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তীব্র আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারকে। এদিন নতুন করে আবারও দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেবে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা।