পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

চন্দ্রকোনায় তপশিলি সংলাপের প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূলের নেতা-কর্মীরা - চন্দ্রকোনায় তপশিলি সংলাপের প্রচার

By

Published : Dec 11, 2020, 11:14 PM IST

তপশিলি সংলাপের প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ল তৃণমূলের নেতা কর্মীরা।শুক্রবার ওই প্রচার কর্মসূচির সদস্যদের সামনে গ্রামবাসীদের এমনই একটি ক্ষোভের ভিডিয়ো ফুটেজ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।জানা যায়, ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-2 ব্লকের কুঁয়াপুর 4 নং গ্রাম পঞ্চায়েতের মদনমোহনপুর গ্রামে।এদিন ওই তপশিলি অধ্যুসিত গ্রামে সরকারের উন্নয়নমুলক কাজের প্রচারে যায় তৃণমূলের তপশিলি সংলাপ কর্মসূচির সদস্যরা। গ্রামের মানুষের সাথে কথা বলতে গেলে তাদের ঘিরে গ্রামবাসীরা এলাকায় অনুন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দেয়।

ABOUT THE AUTHOR

...view details