পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আসানসোলে ভিক্ষার পাত্র হাতে বিক্ষোভ তৃণমূলী সংগঠনের - আসানসোলে ভিক্ষার পাত্র হাতে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ তৃণমূলের

By

Published : Feb 23, 2021, 5:22 PM IST

পেট্রোপণ্যজাত দ্রব্যসহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ভিক্ষার পাত্র হাতে রাস্তায় নামল তৃণমূলের মোটর ওয়ার্কার্স ইউনিয়ন । আজ আসানসোল বিএনআর মোড় থেকে মিছিলটি শুরু হয় ৷ পরে ভগৎ সিং মোড় ঘুরে এই মিছিল শেষ হয় বিএনআর মোড়েই ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে তারা বিক্ষোভ দেখায় ৷ এইভাবে দিনের পর দিন পেট্রোপণ্যজাত দ্রব্যের দাম বাড়লে কখনওই 'আচ্ছে দিন' আসতে পারে না বলে দাবি করেন তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া ৷ পাল্টা দেন বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ," বাংলার আমজনতা তৃণমূলকে ভোটব্যাঙ্কে ভিক্ষার পাত্রই ধরাবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details