বিজেপির সভায় না যাওয়ার কারণেই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে, অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের - রবীন্দ্রনাথ ঘোষ
বিজেপির সভায় না যাওয়ার কারণেই তৃণমুল কর্মী খালেক মিঞাকে খুন করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ 2 ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারী এলাকায় মৃত তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে এই অভিযোগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসুরা বলছেন, বাংলাকে গুজরাত বানিয়ে ছাড়বেন । রক্তগঙ্গা বয়ে যাবে। তাই ক্ষমতায় আসার আগেই খুনের রাজনীতি শুরু করেছেন। মানুষ এগুলো মানবে না। নির্বাচনে এর জবাব দেবে।