Local train resume : গড়াল লোকাল ট্রেনের চাকা, খুশিতে মিষ্টি বিলি তৃণমূল কর্মী সমর্থকদের - তৃণমূল কংগ্রেস
প্রায় ছয়মাস পর সচল হল শহরতলির ট্রেন পরিষেবা । আজ সকালে লোকাল ট্রেনের চাকা গড়াতেই খুশির হাওয়া পশ্চিম বর্ধমানের পানাগড়, দুর্গাপুর, অণ্ডাল সহ বিভিন্ন জায়গায় ৷ খুশি নিত্যযাত্রী থেকে হকার সবাই । সেই আনন্দে পানাগড় স্টেশনে যাত্রী থেকে হকার, রেল কর্মীদের মিষ্টিমুখ করালেন তৃণমূল কর্মী সমর্থকরা । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল ৷