'অত্যধিক' ভিড়ে মমতার বক্তব্য না শুনেই ফিরলেন ওঁরা; রাস্তায় পিকনিক, পাতে মাংস-ভাত ! - ডিম ভাত
গেছিলেন শহিদ-স্মরণে মমতা ব্যানার্জির বক্তব্য শুনতে । কিন্তু, কোথায় কী ? অত্যধিক ভিড়ের চাপে তাঁরা নাকি ঢুকতেই পারেননি ! অতঃপর ফিরে আসা । যেতে হবে বর্ধমানের জামালপুর । দুপুর হয়েছে । খিদেতে পেটটা চুঁইচুঁই । তাই, ডানকুনিতেই থামল বাস । দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এক পাশে দাঁড়িয়ে শুরু হল পিকনিক । তৃণমূল কর্মীদের পাতে পড়ল ভাত-মাংস-পোস্ত । ছিল মিষ্টিও । ভরপেট খেয়ে ঢেঁকুর তুলে তাঁরা বললেন, "প্রতিবছর আসি । এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি । কবে 'আনন্দ' করতে আসব ! দিদি আমাদের হৃদয়ে । যত যাই হোক, আমরা তৃণমূলেই থাকব ।"
Last Updated : Jul 22, 2019, 6:18 AM IST