TMC Agitation Durgapur: সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের - arrest of tmc wb youth president Saayoni Ghosh
রবিবার ত্রিপুরায় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে আজ পথে নামল ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। দুর্গাপুর শহরের 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সমর্থকরা আজ একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল করে। পরে তাঁরা দুর্গাপুরের ভগত সিং মোড়ে প্রায় 10 মিনিট রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতীকী অবরোধের সামিল হন। যুবনেতা মনোজ চন্দ বলেন, "অন্যায়ভাবে ত্রিপুরাতে বিপ্লব দেব সরকারের পুলিশ সায়নী ঘোষকে গ্রেফতার করেছে ৷ আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।"